রাজধানীর কল্যাণপুর নতুন বাজারে অগ্নিকাণ্ডের ঘটস্থল পরিদর্শন করেছে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের নেতৃবৃন্দ। ৩১অক্টোবর শনিবার দুপুরে কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে ক্ষতিগ্রস্থদের প্রতি সহমর্মীতা জানান।
জনাব আতিকুর রহমান, ঘটনাস্থল ঘুরে ঘুরে দেখেন এবং স্থানীয় জনগণসহ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্থদের সাথে কথা বলেন। তিনি এই বিপদে মহান আল্লাহ রাব্বুল আলামীনের ভরসা রেখে ও সবরের সাথে পরিস্থিতি মোকাবেলা করতে ক্ষতিগ্রস্থদের পরামর্শ এবং বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্থদের যথাসম্ভব সহযোগিতার আশ্বাসও প্রদান করেন। তিনি নগরীতে প্রতিনিয়ত এ ধরনের রহস্যজনক অগ্নিকান্ডের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে ঘটনার কারণ অনুসন্ধান ও পুনরাবৃত্তি রোধে উচ্চ ক্ষমতাসম্পন্ন তদন্ত কমিশন গঠনের জন্য সরকারের প্রতি আহবান জানান।
এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম,কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগরী উত্তরের সভাপতি মহিব্বুল্লাহ, ঢাকা মহানগরী উওরের সাধারণ সম্পাদক এইচ এম আতিকুর রহমান, ঢাকা মহানগরী পশ্চিমের ছাত্র উপদেষ্টা এনামুল হক প্রমূখ।