বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণের খিলগাঁও জোনের উদ্যোগে অসহায় শ্রমজীবী মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান মাসুমের সভাপতিত্বে ও মহানগরী দফতর সম্পাদক মাহবুবুর রহমানের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমান।
এসময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান,কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক সোহেল রানা মিঠু প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন মূলত শ্রমজীবী মানুষের জন্য একটি কল্যাণকামী সংগঠন। জাতির যেকোন ক্রান্তিকালে ও দুর্যোগকালীন মুহুর্তে শ্রমিক কল্যাণ ফেডারেশন বিপন্ন শ্রমজীবী মানুষের পাশে এসে দাঁড়িয়েছে। আজকের এই প্রয়াস তারই ধারাবাহিকতা। আর্ত-মানবতার কল্যাণে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের এই কল্যাণকামীতা আগামী দিনেও অব্যাহত থাকবে-ইনশাআল্লাহ।