বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী দক্ষিণ হাজারীবাগ থানার উদ্যোগে অসহায় শ্রমিকদের মাঝে শীতবস্ত্র ও একটি বিতরণ অনুষ্ঠিত হয়।
ফেডারেশনের ঢাকা মহানগরী দক্ষিণের কার্যকরী পরিষদের সদস্য ও হাজারীবাগ থানার সভাপতি মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে শ্রমিকদের মাঝে শীতবস্ত্র ও একটি রিকশা বিতরণ করেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেডারেশনের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক ও ঢাকা মহানগরী দক্ষিণের সভাপতি আব্দুস সালাম, কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সদস্য, শিক্ষা ও প্রশিক্ষণ সম্পাদক আব্দুল্লাহ বাছির, ঢাকা মহানগরী দক্ষিণের সহ-সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন চঞ্চল প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্য বলেন, বর্তমান সমাজের অর্থব্যবস্থার একটি লক্ষ্যণীয় দিক হলো-একদিকে মুষ্টিমেয় মানুষের কাছে অধিক সম্পদ রক্ষিত; আবার অন্যদিকে বেশিরভাগ মানুষ মিলে ভোগ করছে সামান্য সম্পদ। অর্থাৎ ধনীরা আরও ধনী হচ্ছে আর গরীব আরও নিস্ব হচ্ছে।
অথচ কোরআন-হাদিসে দারিদ্র্যের ন্যায্য পাওনা বুঝিয়ে দিতে ধনীদের প্রতি নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, মানবজীবনে সম্ভাব্য যত সমস্যা হতে পারে এর সব সমাধানই ইসলাম দিয়েছে। যেমন দারিদ্র্য প্রত্যেক সমাজের একটি মারাত্মক সমস্যা। দারিদ্র্য নিরসনের কার্যকরী নির্দেশনা ইসলাম দিয়েছে এমনকি রাসূল (সাঃ) তিনি কাউকে ভিক্ষা দেওয়ার চেয়ে তার কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়াকে বেশি পছন্দ করতেন।তাই বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আর্ত-মানবতার কল্যাণে এবং নির্যাতিত, নিপীড়িত ও অধিকার বঞ্চিত শ্রমজীবী মানুষের জন্য কাজ করে আসছে। ভবিষ্যতেও সাধ্যনুযায়ী শ্রমজীবি মানুষের দুদর্শা লাগভে ফেডারেশনের কর্মতৎপরতা অব্যাহত থাকবে ইনশাআল্লাহ।