বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগরীর সহ-সভাপতি মোত্তালেব হোসেনের শ্রদ্বেয়া মা আরজিনা বেগম গত ৩ ফেব্রুয়ারি রাত ৭.৩০ মিনিটে ৮০ বছর বয়সে বার্ধক্য জনিত কারণে ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন।
তার ইন্তেকালে গভীর শোক প্রকাশ করে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি সাবেক এমপি আ ন ম শামসুল ইসলাম ও সাধারণ সম্পাদক আতিকুর রহমান যৌথ শোকবাণী প্রদান করেছেন।
শোক বানীতে নেতৃবৃন্দ বলেন, মরহুমার জীবনের সকল নেক আমল সমূহ কবুল করে তাকে জান্নাতবাসী করার জন্য মহান আল্লাহ রাব্বুল আ’লামীনের কাছে দোয়া করছি। মরহুমার শোক-সন্তপ্ত পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, মহান আল্লাহ তায়া’লা তাদের এই শোক সহ্য করার তাওফিক দান করুন।
মরহুমার জানাযার নামাজ আজ ৪ ফেব্রুয়ারি নিজ বাড়ী রংপুর জেলার গঙ্গাচড়া থানার, গজঘন্টা ইউনিয়নের হাবু গ্রামে দুপুর ২ টায় অনুষ্ঠিত হয়। এসময় জানাযায় উপস্থিত ছিলেন ফেডারেশনের রংপুর মহানগরীর প্রধান উপদেষ্টা এ টি এম আজম খাঁন, উপদেষ্টা সদস্য আনোয়ারুল ইসলাম,নূর হোসেন,রংপুর জেলার প্রধান উপদেষ্টা গোলাম রাব্বানী, উপদেষ্টা সদস্য এনামুল হোসেন, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ও রংপুর মহানগরীর সভাপতি এ্যাডভোকেট কাওসার আলী, রংপুর জেলা সভাপতি আব্দুল গনিসহ মহানগরী, জেলা,থানা পর্যায়ের নেতৃবৃন্দ এবং ট্রেড ইউনিয়ন নেতৃবৃৃন্দ ।
মৃত্যুকালে তিনি ৭ ছেলে,৩ মেয়ে ,নাতি-নাতনি ও আত্মীয়-স্বজন অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে এই নশ্বর জগত ছেড়ে চির বিদায় গ্রহন করেছেন।