বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আতিকুর রহমান বলেছেন, একুশ শতাব্দীর এই যুগে এসেও শ্রমজীবী মানুষেরা পদে পদে নিগ্রহ, নির্যাতন, ও নিপীড়নের শিকার হচ্ছে। শ্রমজীবী মানুষের মৌলিক মানবাধিকার আজও প্রতিষ্ঠিত হয়নি। আজও দুবেলা দু-মুঠো অন্নের জন্য তাদের অমানুষিক পরিশ্রম করে যেতে হচ্ছে। এতদসত্ত্বেও একদিকে তারা যেমন নায্য মজুরী বঞ্চিত অন্যদিকে মানুষ হিসেবে নূন্যতম সম্মানটুকু তাদের দেওয়া হচ্ছে না। অথচ মানব সভ্যতার মূল ভিত্তি শ্রমজীবী খেটে খাওয়া মানুষের রক্ত ঘামের ওপর দাঁড়িয়ে আছে। তাই আজ গণ মানুষের কাছে এই কথা স্পষ্ট যে ইসলামী শ্রমনীতি যতদিন না প্রতিষ্ঠিত হবে, ততদিন শ্রমজীবী মানুষদের ভাগ্যান্নয়ন হবে না। বিশেষত বাংলাদেশের শ্রমজীবী মানুষদের অধিকার প্রতিষ্ঠার জন্য ইসলামী শ্রমনীতির কোন বিকল্প নেই। তিনি আজ বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন কর্তৃক স্বাধীনতার পঞ্চাশতম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মাদারীপুর জেলার রাজৈর উপজেলা রিক্সা ও ভ্যান শ্রমিক ইউনিয়ন আয়োজিত সাধারণ শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। ইউনিয়ন সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বিশ^াসের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কোষাধ্যক্ষ আজহারুল ইসলাম, ফরিদপুর অঞ্চলের সহকারী পরিচালক কাজী আবুল বাসার, মাদারীপুর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি খন্দকার দেলোয়ার হোসাইন, সহ-সভাপতি সামিউল ফকির, সাধারণ সম্পাদক এস এম জামান, কোষাধ্যক্ষ আব্বাস আলি, শ্রমিক নেতা, ডাঃ সেলিম জাহান, এডভোকেট শাহরিয়ার, সাহাআলম, কামরুল হাসান, মাসুদুর রহমান ও মোঃ আশ্রাফ আলী প্রমুখ।
সুনামগঞ্জ জেলা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে স্বাধীনতার ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভার আয়োজন করে। জেলা সহ-সভাপতি এডভোকেট রেজাউল করিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লুৎফর রহমান দুলালের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সাবেক সহ-সভাপতি হাফেজ আব্দুল হাই হারুন। বিশেষ অতিথি ছিলেন জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা মোমতাজুল হাসান আবিদ, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা রিয়াজুল ইসলাম তালেব, মাষ্টার মোহাম্মদ আলী সহ প্রমুখ নেতৃবৃন্দ।
নারায়ণগঞ্জ মহানগরী
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরীর শাখার উদ্যোগে স্বাধীনতার ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আলোচনা সভার আয়োজন করে। মহানগরী সভাপতি আব্দুল মোমিনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সোলায়মান হোসেন মুন্নার সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় পাঠাগার সম্পাদক এস এম শাজাহান। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি ডক্টর আজগর আলী।
জলঢাকা উপজেলা
বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন জলঢাকা উপজেলার উদ্যোগে স্বাধীনতার ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে মুক্তিযোদ্ধাদের কবর জিয়ারত ও দোয়ার আয়োজন করে। জলঢাকার মুক্তিযুদ্ধের গেরিলা কমান্ডার সাবেক জাতীয় সংসদ সদস্য মরহুম মিজানুর রহমানের কবর জিয়ারত ও মুক্তিযুদ্ধের সকল শহীদ ও মরহুম মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। এ সময় উপস্থিত ছিলেন নীলফামারী জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুজাহিদ মাসুম সহ জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দ।